স্বদেশ ডেস্ক:
পৌষের শেষ দিকে এসে বিদায় নিয়েছে কিছু দিন ধরে চলা শৈত্যপ্রবাহ। তবে আগামী সপ্তাহের শেষ দিকে অর্থাৎ মাঘের শুরুতে উত্তরাঞ্চল থেকে ফের ধেয়ে আসতে পারে হাড় কাঁপানো শীত। নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হলে তা তীব্র আকার ধারণ করতে পারে বলেও আভাস দেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।
আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, ‘আগামী সপ্তাহের শেষ দিকে দু-এক জায়গায় বিশেষ করে উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওই সময় পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে বাড়বে, আবার হঠাৎ কমে গিয়ে আবার বেড়ে যেতে পারে। কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না।’
এবার উত্তরের জেলাগুলো ছাড়া বাকি অঞ্চলে শীত কম থাকায় ত্রাণসামগ্রীর চাহিদা অনেকটাই কমে গেছে। তবুও যথাযথ পরিকল্পনা নিচ্ছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের পরিচালক (ত্রাণ) মো. আনিছুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারাদেশে ২৬ লাখ কম্বল বিতরণ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে আমাদের মাধ্যমে ৩০ কোটি টাকা বিতরণ করা হয়েছে জেলা প্রশাসকদের অনুকূলে।’
তিনি আরও বলেন, ‘এবার শীত কম, তাই অন্যবারের মতো সেভাবে চাহিদা আসেনি। এ ছাড়া আগে থেকেই প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে বরং চাহিদার চেয়ে বেশি বরাদ্দ রেখেছি। কোথাও থেকে চাহিদা এলে আমরা তা পূরণ করব।’