স্বদেশ ডেস্ক:
যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল রোববার সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত কারণে আগামী ২৩ ও ৩০ জানুয়ারি ঢাকা-সিলেট টু লন্ডন-সিলেট ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটের তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ পাওয়া যাবে।
সংস্থাটি আরও জানিয়েছে, এই দুই দিনের জন্য নিয়মিত ফ্লাইটের বাইরে দুটি অতিরিক্ত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু এই দুটি ফ্লাইটই বাতিল করা হয়েছে। তবে এই রুটে অর্থাৎ সিলেট-লন্ডন রুটের নিয়মিত ফ্লাইট চলাচল অব্যহত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশ তাদের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রেখেছে।