সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

পর্বতচূড়ায় বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেই গভীর খাদে তরুণী, অতঃপর…

পর্বতচূড়ায় বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেই গভীর খাদে তরুণী, অতঃপর…

স্বদেশ ডেস্ক:

বিশ্বের যেকোনো প্রান্তে প্রেম নিবেদন কিংবা বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটা সবসময় আবেগঘন হয়ে থাকে। তেমনই পর্বতের চূড়ায় উঠে আবেগঘন এক মুহূর্তে হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এক প্রেমিক। প্রস্তাবে রাজি হয়ে ‘হ্যাঁ’ বলেন প্রেমিকা। ঠিক সেই রোমান্টিক মুহূর্তটা বিপর্যয়ে রূপ নেয়। পা পিছলে ৬৫০ ফুট নিচে পড়ে যান ওই তরুণী। পরে তাকে ধরতে গিয়ে পড়ে যান প্রেমিকও। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ইউরোপের দেশ অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চল ক্যারিনথিয়ায়।

ডেইলিমেইল, এনডিটিভিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গত ২৬ ডিসেম্বর ফলকার্ট পর্বতের চূড়ায় ওঠেন ওই প্রেমিক–প্রেমিকা। পরদিন ৩২ বছর বয়সী প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন ২৭ বছর বয়সী প্রেমিক। তখন ওই তরুণী পাহাড়ের একেবারে ধারে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই রোমান্টিক ক্ষণে পা পিছলে ওই তরুণী ৬৫০ ফুট নিচে পড়ে যান। কিন্তু নীচে পড়ে গেলেও বরফের স্তূপ থাকায় প্রেমিকা বেঁচে যান।

এদিকে, প্রেমিকার পড়ে যাওয়া দেখে তাকে ধরার চেষ্টা করেন প্রেমিক। কিন্তু তাতে লাভ হয়নি। উল্টো তিনিও পা ফসকে ৫০ ফুট নিচে গিয়ে পড়েন।

পরে একজন পথচারী সংজ্ঞাহীন অবস্থায় ওই তরুণীকে পড়ে থাকতে দেখে জরুরি সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। সেবা বিভাগের লোকজন এসে দুজনকে উদ্ধার করেন। পর্বতের খাড়া প্রান্ত থেকে প্রেমিককে উদ্ধার করতে ব্যবহার করা হয় হেলিকপ্টার।

ওই প্রেমিক–প্রেমিকাকে উদ্ধারকাজে যুক্ত থাকা একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, দুজনের ভাগ্য ভালো। এখানে যদি তুষারপাত না হতো, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। দুজনকেই চিকিৎসা দেওয়া হয়েছে। তরুণের শরীরে জখম ছিল।

এভাবে রোমান্টিক প্রস্তাব দেওয়া এটিই প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বরে চলন্ত নৌকায় প্রেমিকাকে বিয়ে প্রস্তাব দেওয়ার সময় নৌকা টলকে পানিতে পড়ে যান প্রেমিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877