সংকটের মধ্যে পথচলায় অভ্যস্ত গণমাধ্যম। তবে করোনা ভাইরাস মহামারী গণমাধ্যমকে যে সংকটে ফেলেছে তা নজিরবিহীন। করোনার শুরুতে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহসহ নতুন প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। এর বাইরে চাকরি আছে বেতন নেই, বেতন কমিয়ে দেওয়াসহ নানা সমস্যার মুখে পড়েছেন তারা।
সঙ্গে করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা তো আছেই। গণমাধ্যম কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ ‘আমাদের গণমাধ্যম আমাদের অধিকার’-এর হিসাব মতে, এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত সাংবাদিক ১ হাজার ১১৪ জন।
ঢাকায় ৮০৬ এবং ঢাকার বাইরে ৩০৮ জন। করোনা এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৪১ জন সাংবাদিক। গ্রুপটির তথ্য মতে, বাংলাদেশে করোনায় এ পর্যন্ত প্রায় ৫ হাজার সাংবাদিক ও সংবাদ কর্মী নানা ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
এর মধ্যে প্রায় সাড়ে ৬শ গণমাধ্যম কর্মী চাকরিচ্যুতি ও ছাঁটাইয়ের শিকার হয়েছেন। এ ছাড়া অনেকে কর্মী এখনো বেতন পাচ্ছেন না কিংবা কম পাচ্ছেন বলে জানা গেছে।