শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের করোনার প্রণোদনা বিলের সংশোধনী চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের করোনার প্রণোদনা বিলের সংশোধনী চান ট্রাম্প

স্বদেশ ডেস্ক:

মহামারি করোনাভাইরাস চলাকালীন (কোভিড-১৯) প্রণোদনা হিসেবে ৯০ হাজার কোটি ডলারের যে বিল পাস করা হয়েছে, তার পরিমাণ বাড়িয়ে সংশোধন করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রত্যেক আমেরিকানের জন্য এর পরিমান ২০০০ ডলার করার আহ্বান জানান বলে আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

টুইটারে পোস্ট করা একটি ভিডিও বার্তায় ট্রাম্প আইন প্রণেতাদের প্রতি এই বিলের অপ্রয়োজনীয় অনুচ্ছেদগুলো ছেঁটে ফেলার আহ্বান জানিয়েছেন। তিনি এ ধরনের প্যাকেজ অপমানজনক বলেও আখ্যা দিয়েছেন। এ ছাড়া এই বিলকে কোভিডের ত্রাণ বিল বলা হয়, তবে কোভিডের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই বলেও ওই টুইট বার্তায় লিখেন প্রেসিডেন্ট।

করোনাভাইরাসে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সাধারণ মানুষের সহায়তায় কংগ্রেসে পাস হওয়া প্রণোদনা প্যাকেজটিতে বেশিরভাগ নাগরিককে এককালীন ৬০০ ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

এদিকে হোয়াইট হাউস থেকে গতকাল মঙ্গলবার রাতের বার্তায় ট্রাম্প রিপাবলিকান রাষ্ট্রপতি এই বিলটি অন্য দেশগুলোর জন্য বরাদ্দ রাখায় ক্ষোভ প্রকাশ করেন। গত সোমবার রাতে বিলটি কংগ্রেসে অনুমোদিত হওয়ার পরপরই ট্রাম্প এতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছিল।

ট্রাম্প বলেন, ‘প্রণোদনা বিলের অর্থ কেবল মার্কিনিদেরই পাওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘পাসকৃত এই বিলে, ৮ কোটি ৫৫ লাখ ডলার আছে কম্বোডিয়াকে সহায়তার জন্য, ১৩ কোটি ৪০ লাখ ডলার আছে মিয়ানমারের জন্য, ১৩০ কোটি ডলার মিশর ও তাদের সেনাবাহিনীর জন্য, যারা কিনা ওই অর্থ দিয়ে বিশেষ করে রাশিয়ার সামরিক সরঞ্জাম কিনবে, আড়াই কোটি ডলার রাখা হয়েছেপাকিস্তানে গণতন্ত্র ও জেন্ডার বিষয়ক কর্মসূচির জন্য, আর ৫০ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হচ্ছে বেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া ও পানামাকে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877