স্বদেশ ডেস্ক:
রূপান্তরিত করেনাভাইরাস অনেকটা ফ্যাশন আইকনের মতো। নিখুতভাবে পরিবর্তিত হয়ে প্রকটভাবে মানুষের শরীরে প্রভাব বিস্তার করে। কি কি ভাবে শরীরে প্রবেশ করছে সেটা নিয়ে চলছে গবেষণা। এদিকে বিষয়টি নিয়ে সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন মন্ত্রী পরিষদ সদস্যদের সাথে জরুরী বৈঠক করেছেন।
কারণ রূপান্তরিত ভাইরাসের খবর ছড়িয়ে পড়ার পর ব্রিটেন এখন কার্যত সারা বিশ্ব থেকে আলাদা হয়ে পরেছে। রোববার রাতে ব্রিটেন ভ্রমনে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। ক্রিসমাসের আগে এমন নিষেধাজ্ঞায় উভয় দেশের ভ্রমণকারীরাই বিপাকে পড়েছেন।
তবে ব্রিটেনের জন্য সবচেয়ে খারাপ খবর হলো, রূপান্তরিত ভাইরাসের খবরে দেশটিতে ইউরোপীয় রফতানীকারী প্রতিষ্ঠানগুলো পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছেন। ব্রেক্সিটের অন্তবর্তীকালীন সময়ের মধ্যে এহেন সিদ্ধান্ত খাদ্য এবং ওষুধ ঘাটতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন।
এদিকে ব্রিটেনে শনাক্ত হওয়া রূপান্তরিত করোনভাইরাস আরো অন্তত চারটি দেশে শনাক্ত হয়েছে। তবে আশার কথা শুনিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি বলেছেন, করোনার এই স্ট্রেইনের বিরুদ্ধেও ফাইজার–বায়োএনটেকের তৈরি টিকা কার্যকর।
সূত্র : সিএনএন ও দ্যা ইকোনোমিস্ট