বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে আসছে করোনার ভ্যাকসিন

জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে আসছে করোনার ভ্যাকসিন

স্বদেশ ডেস্ক:

জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করার সময় এ কথা বলেন সচিব।

এসময় সচিব জানান, প্রথম দফায় তিন কোটি ডোজ আনা হবে। এরপর আগামী মে-জুনের মধ্যে আরও ছয় কোটি ডোজ আসবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনে এ সভায় সভাপতিত্ব করেন।

করোনা ভ্যাকসিন সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব জানান, টিকা দিতে ইতিমধ্যে গ্রাম পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ শুরু হয়েছে। মূলত ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূাচ) এবং সরকারি হাসপাতালের মাধ্যমে টিকা দেওয়া হবে। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোকে এ কার্যক্রমে সম্পৃক্ত করতে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন সচিব।

এসময় সচিব আরও বলেন, আজকের বৈঠক স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন আমদানি ও প্রয়োগের বিষয়টি তুলে ধরেন। আগামী জুন মাসের মধ্যে সাড়ে চার কোটি মানুষ ভ্যাকসিন পাবে। দক্ষ লোক দিয়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলেও জানান সচিব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877