সোমবার, ২১ জুলাই ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

ঘুম ভেঙে শোয়েব দেখেন ভারতের স্কোর ৩৬৯, চোখ ধুয়ে দেখেন ৩৬/৯

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিন-রাতের টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ৩৬ রানে অল-আউট হয়ে যায়। বিশ্বের সেরা ব্যাটিং লাইন-আপ সমৃদ্ধ দলটি শনিবার শেষ পর্যন্ত অ্যাডিলেডে মাত্র আড়াই দিনে হারল ৮ উইকেটে। ভারতের মতো দলের এমন অধঃপতনে হাসির রোল উঠেছে ক্রিকেটবিশ্বে।

কোহলির দলের এই সর্বনিম্ন স্কোর নিয়ে উপহাস করতে ছাড়েননি পাক স্পিডস্টার শোয়েব আখতার। এদিন নিজের টুইটার অ্যাকাউন্টে শোয়েব লেখেন, ‘ঘুম ভেঙে উঠে দেখলাম ভারতের স্কোর ৩৬৯। আমার মোটেও বিশ্বাস হচ্ছিল না। তারপর আমি আমার চোখে পানির ঝাপটা দিয়ে পুনরায় দেখি। তখন দেখলাম স্কোর ৩৬/৯।আমি এটাও বিশ্বাস করতে পারিনি। আবারো ঘুমাতে চলে যাই।’

এই সিরিজের প্রথম ইনিংসে ২৪৪ রান তুলেছিল ভারত। জবাবে প্রথম ইনিংসে অজিরা অল-আউট হয় মাত্র ১৯১ রানে। ৫৩ রানে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং ভেঙে পড়ে। তারা অল-আউট হয় মাত্র ৩৬ রানে।
সূত্র : পুবের কলম

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ