রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

বরাবর আমি বিএনপিকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছি : মেজর হাফিজ

বরাবর আমি বিএনপিকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছি : মেজর হাফিজ

স্বদেশ ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজের বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের সব কয়টি প্রত্যাখান করেছেন তিনি। বেশিরভাগ অভিযোগকে হাস্যকর বলেও মন্তব্য করেন সাবেক সেনা কর্মকর্তা। তিনি বলেন, বরাবর আমি বিএনপিকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছি। জেল থেকে বেগম জিয়া নির্দেশনা দিয়েছিলেন দলকে ঐক্যবদ্ধ রাখার। আমি সেটিও করেছি। কিন্তু তারাই আমার বিরুদ্ধে বলেন আমি সংস্কারপন্থী, আমি ভাঙার পক্ষে। এর চাইতে দুঃখজনক লজ্জাজনক কিছু হতে পারে না।

শনিবার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আত্মপক্ষ সমর্থন করে সব অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি।

দলীয় মানববন্ধনে অংশগ্রহন না করা, বরিশালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির কর্মসূচিতে অংশ না নেয়া, বিএনপির সর্বোচ্চ স্তরের নেতাবৃন্দদের নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য দেয়াসহ ১১ টি অভিযোগ এনে সম্প্রতি মেজর হাফিজকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি।

সংবাদ সম্মেলনে মেজর হাফিজ বলেন, আমার নামের ভুল সহ নানা ভুল সহিত আক্রমনাত্মক ভাষায় যে চিঠি রুহুল কবির রিজভী আমাকে দিয়েছেন আমি তাতে হতবাক৷ জিয়াউর রহমান থাকলে তিনি নিজেও লজ্জা পেতেন যে আমাকে শোকজ করা হয়েছে। এসময় তিনি ২০২১ সালের মধ্যে বিএনপির জাতীয় কাউন্সিলিং করা সহ চারটি সুপারিশ করেন৷

মেজর হাফিজ বলেন, আমি পদত্যাগ করছিনা। আমি যে ব্যাখা দিয়েছি সেটি কিভাবে তারা নেয় তা দেখতে চাই। যদিও ভেবেছিলাম পদত্যাগ করব, আমার সাবেক কলিগ, বন্ধুরা বলেছিলেন পদত্যাগ করতে। কিন্তু আমার যারা নেতাকর্মীরা তারা আমাকে অনুরোধ করেছেন যাতে পদত্যাগ না করি। তাদের অনুরোধের কারণেই কেবল আমি পদত্যাগ করলাম না৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877