শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

বেড়ায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বেড়ায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্বদেশ ডেস্ক: পাবনার বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রেজাউল হক বাবু , বিএনপির মো. রইজ উদ্দিন ও জাতীয় পার্টির আলী আহাদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন। এই নির্বাচনে উপজেলার ৬৮টি কেন্দ্রে ২ লাখ ৩ হাজার ৮০২ জন ভোটার রয়েছে।

বেড়া উপজেলা নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা মোছা. মাহমুদা আক্তার বলেন, ‘উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আজ ভোরে প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, স্যানিটাইজার ও বিভিন্ন মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের গত ১০ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়। গত ৩ নভেম্বর নির্বাচন কমিশন থেকে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877