স্বদেশ ডেস্ক: পেনসিলভ্যানিয়া রাজ্যে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে আদালতে করা রিপাবলিকানদের মামলা মঙ্গলবার প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ওই রাজ্যে মেইলে পাঠানো প্রায় ২৫ লাখ ভোটকে চ্যালেঞ্জ করে রিপাবলিকানরা মামলা করেছিলেন। ওই রাজ্যে পরাজিত হয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু তার এ পরাজয়কে পাল্টে দিতে বা বিজয়ী প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের বিজয়কে আটকে দেয়ার আর্জি জানানো হয়েছিল তাতে। কিন্তু সুপ্রিম কোর্ট তাদের দাবিকে প্রত্যাখ্যান করেছেন। এই মামলা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের মিত্র ও যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান মাইক কেলি ও পেনসিলভ্যানিয়ার অন্যান্য রিপাবলিকানরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।