স্বদেশ ডেস্ক:
ঘন কুয়াশায় বন্ধ হয়ে গেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। আজ মঙ্গলবার রাত পোনে ১০টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিসি’র আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান। তিনি বলেন, সন্ধ্যা থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত পোনে ১০ টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
জিল্লুর রহমান আরও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।