শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

পাওনা ১০০ টাকা চাওয়ায় শিশুর গলায় ব্লেডের পোচ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

স্বদেশ ডেস্ক:

মাত্র একশ টাকা চাওয়ার জের ধরে বাকবিতণ্ডার এক পর্যায়ে মো. রায়হান (১০) নামের শিশুকে ব্লেড দিয়ে গলায় পোচ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে পুলিশ মো. হেলাল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সকালে নগরীর নন্দনকানন কাটা পাহাড়ের ওপর এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে হেলালকে গ্রেপ্তার করে।

আহত রায়হান চট্টগ্রামের লোহাগাড়া এলাকার মো. ইমরানের ছেলে। আর অভিযুক্ত হেলালের বাড়ি চাঁদপুর। দুজনই নগরীতে ভাসমান বসবাসকারী।

পুলিশ সূত্র জানায়, ভিকটিম রায়হান ও হেলাল নিয়মিত একসাথে সলিউশন গাম (নেশাদ্রব্য) খায়। প্রতিদিনের মতো গতকালও গাম খেতে পাহাড়ের ওপর ওঠে তারা। গাম খাওয়া শেষে হেলালকে ধার দেওয়া ১০০ টাকা ফেরত চায় রায়হান। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি হয়। মারামারির একপর্যায়ে হেলাল তার কাছে থাকা ধারালো ব্লেড দিয়ে রায়হানের গলায় পোচ মেরে পালিয়ে যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, গলা কাটার পর হেলাল পাহাড় থেকে রায়হানকে ফেলে দেয়। আমরা তাৎক্ষণিক খরব পেয়ে বাচ্চাটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। তার জন্য রক্ত ও চিকিৎসার ব্যবস্থা করি। তবে ব্লেডের পোঁচ গলার একপাশ দিয়ে চলে গেছে। তার অবস্থা খুবই খারাপ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বলেন, ভিকটিম ও আসামি দুজনই বন্ধু। কাটাপাহাড়ে নেশাগ্রস্ত অবস্থায় ধারের টাকা ফেরত নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে হেলাল তার বন্ধুকে ব্লেড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত হেলালকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ