বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্বে প্রথম করোনা টিকা নিলেন মার্গারেট কিনান

বিশ্বে প্রথম করোনা টিকা নিলেন মার্গারেট কিনান

Policemen arrange barricades outside the residence of Delhi's Chief Minister Arvind Kejriwal in New Delhi on December 8, 2020. - Indian farmers who have been blockading New Delhi on December 8 launched a one-day, nationwide general strike to push their demands for the government to repeal reform laws opening up trade in agricultural produce. (Photo by Jewel SAMAD / AFP)

স্বদেশ ডেস্ক:

ক্লিনিকাল ট্রায়ালের বাইরে প্রথমবারের মতো করোনাভাইরাসের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। ৮ ডিসেম্বর যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ফাইজার/বায়োএনটেকের টিকা দেয়ার শুরু হয়। আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যক্তি হিসেবে টিকা নিয়েছেন, মার্গারেট কিনান নামে ৯০ বছর বয়সী এক নারী। যার চারজন নাতি-নাতনি রয়েছে।

মার্গারেট কিনান ছয় দশক ধরে যুক্তরাজ্যের কোভেন্ট্রিতে বসবাস করছেন। তবে তার মূল বাড়ি নর্থ আয়ারল্যান্ডের এনিনিস্কিলেন এলাকায়। কোভেন্ট্রি’র ইউনিভার্সিটি হসপিটালে স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে তাকে টিকা দেন নার্স মে পারনস।

কিনান জানিয়েছেন, ‘প্রতিদিন খুব ভোরে ওঠা আমার অভ্যাস। সেই অভ্যাসের জন্য এই রেকর্ড গড়তে পারলাম। সকালে ঘুম থেকে উঠেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলাম। তখনও জানতাম না, ট্রায়ালের বাইরে আমিই প্রথম এই টিকা নিচ্ছি। পরে অবশ্য রেকর্ড সম্পর্কে জানতে পেরেছি। এখনও সুস্থই আছি।’ জানা গিয়েছে, স্থানীয় হাসপাতালে নার্স মে পার্সনস তাকে এই ভ্যাকসিন দেন। সেই নার্সকে ধন্যবাদ জানিয়ে কেনানের পরামর্শ, ‘যাদের প্রয়োজন তারা ভ্যাকসিন নিন। ৯০ বছর বয়সে আমি এই টিকা নিয়েছি। কোনো সমস্যা হচ্ছে না।’

তিনি বলেছেন, প্রথম ব্যক্তি হিসেবে ঠিকা পাওয়াটা অবশ্যই আনন্দের। তবে তার চেয়ে বেশি খুশি লাগছে জন্মদিনের আগে এ রকম একটি উপহার পাওয়ায়। আর এক সপ্তাহ পরেই আমার একানব্বইতম জন্মদিন। আমার জীবনের অধিকাংশ সময় পরিবারের সাথে কাটিয়েছি। আগামি নতুন বছরের অনুষ্ঠানটিও পরিবার এবং বন্ধুদের সাথে কাটাতে ভালো লাগবে।

নিবিরভাবে পরিচর্যা করার জন্য তিনি হাসপাতালের নার্স মে পারনস এবং অন্যান্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, হাসপাতাল থেকে বলা হয়েছিল যে কেউ এই ঠিকা নিতে পারবে। এমনকি আমার বয়স নব্বই হলেও এতে কোনো বাধা নেই বলা জানানো হয়েছিল।

মার্গারেট কিনান চার বছর আগে পর্যন্ত একটি জুয়েলারির দোকানে সহকারি হিসেকে কাজ করতেন। টিকা গ্রহানের পর তিনি যদি পূর্ণ সুস্থতা অনুভব করেন তবে আগামী ২১দিনের মধ্যে তিনি একটি নতুন চাকরি পাবেন।

সূত্র : স্কাই নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877