স্বদেশ ডেস্ক:
ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ অরুণাচল সীমান্তবর্তী এলাকায় তিনটি গ্রাম তৈরি করছে চীন। অল্প কয়েক দিনের মধ্যে সেসব গ্রামে লোকজনের আনাগোনাও চোখে পড়েছে। উপগ্রহের চিত্রে বিষয়টি ধরা পড়েছে। গতকাল এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়েছে ভারত, চীন ও ভুটানের সীমান্তবর্তী অঞ্চলের বুমলা পাস থেকে মাত্র ৫ কিমি ভিতরে গ্রাম নির্মাণ করছে চীন। বিষয়টি নিয়ে ভারতের কৌশলগত বিশেষজ্ঞ এবং চীন বিশ্লেষক ড. ব্রহ্ম চেলানি বলেন, হ্যান চাইনিজ গোষ্ঠীর মানুষ এবং তিব্বতীদের নিয়ে এসে রাতারাতি গ্রাম তৈরি করেছে চীন। সীমান্তে শক্তি বৃদ্ধির কৌশল হিসেবে বেইজিং এটি করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিন পিং অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় রেললাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যেই গ্রাম তৈরির খবরও এলো। নতুন উপগ্রহের ছবিতে দেখা গেছে- গ্রামের পাশাপাশি নতুন করে রাস্তাও তৈরি করেছে চীন।