রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

বাংলাদেশের ভূয়সী প্রশংসা মোদির

বাংলাদেশের ভূয়সী প্রশংসা মোদির

স্বদেশ ডেস্ক: সম্প্রতি শ্রীলংকার বিরোধীদলীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশকে তিনি দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের মডেল উল্লেখ করে শ্রীলংকাকে এর থেকে শিক্ষা নিতে বলেছেন। গতকাল বৃহস্পতিবার শ্রীলংকাভিত্তিক সংবাদপত্র ডেইলি মিররে প্রকাশিত এক নিবন্ধে এ কথা জানানো হয়েছে।

শ্রীলংকার প্রখ্যাত সাংবাদিক কিলুম বানদারার লেখা এই নিবন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও বাংলাদেশের নানা উন্নয়নের ভূয়সী প্রশংসা করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মাসের শুরুর দিকে শ্রীলংকা সফর করেন। এ সময় তিনি দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়াও সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। একই সময় শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের নেতৃত্বে দেশটির বিরোধী দলের প্রতিনিধিরাও সাক্ষাৎ করেন মোদির সঙ্গে।

দশ মিনিটের ওই সাক্ষাৎপর্বেই মোদি বাংলাদেশকে উদাহরণ হিসেবে টেনে শ্রীলংকার বিরোধীদলীয় নেতাদের বোঝান, টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা কতটা জরুরি।

নিবন্ধে উল্লেখ করা হয়, আগে অস্থিতিশীল অবস্থা থাকলেও ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান। শেখ হাসিনার সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় জায়গাতে পরিণত করে দেশকে বড় অর্থনৈতিক উন্নয়নের দিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই সাফল্যের গল্পে শ্রীলংকাও অনুপ্রাণিত হতে পারে। কারণ শ্রীলংকায় এখনো অস্থিতিশীল শাসন, অর্থনৈতিক উন্নয়নে নীতি-সামঞ্জস্যের অভাব ও সরাসরি বিদেশি বিনিয়োগে নানা বাধা রয়েছে।

অন্যদিকে অর্থনৈতিক খাতে বাংলাদেশের অর্জন অভাবনীয়, প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৮ শতাংশে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এরই মধ্যে বাংলাদেশকে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। নিবন্ধে বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্তের দেশ উল্লেখ করে কৃষিব্যবস্থা, ওষুধশিল্প, ব্যবসানীতিরও ভূয়সী প্রশংসা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877