স্বদেশ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারিভাবে আগেই বিজয়ী হয়েছিলেন জো বাইডেন। এবার প্রয়োজনীয় সংখ্যক ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে সরকারিভাবেও জয়ী হলেন ডেমোক্র্যাট এই প্রার্থী।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট অ্যালেক্স পাডিলা আনুষ্ঠানিকভাবে রাজ্যের নির্বাচনের ফলাফল অনুমোদন দেওয়ার পর বাইডেনের ইলেকটোরাল কলেজের সংখ্যা দাঁড়ায় ২৭৯টিতে। ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের ৫৫ ইলেকটোরাল কলেজ পাওয়ার ফলে বাইডেনের বিজয় নিশ্চিত হয়, কেননা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন জো বাইডেন। এ সকল অনুমোদন কেবল আনু্ষ্ঠানিকতা মাত্র। পরাজিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরাজয় না মেনে মামলাসহ নানা পদক্ষেপ নিয়েছেন, যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। তিনি এখনো জো বাইডেনের বিজয়কে অস্বীকার করছেন এবং নির্বাচনের ফল পাল্টে দিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
সবকিছু ঠিক থাকলে রীতি অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে এ দায়িত্ব নেবেন।