স্বদেশ ডেস্ক:
বাংলাদেশের তিনটি কোম্পানিকে এশিয়ার সেরা ২০০ ‘আন্ডার এ বিলিয়ন’ তালিকায় যুক্ত করেছে মার্কিন ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফোর্বস। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেসব কোম্পানির বিক্রি ১ বিলিয়ন ডলারের নিচে, তাদের মধ্যে এ তালিকা করা হয়। ফোর্বস জানিয়েছে, স্থান পাওয়া কোম্পানিগুলো করপোরেট পারফরম্যান্সে ব্যতিক্রমী রেকর্ড করেছে। কোম্পানিগুলো তাদের প্রতিদ্বন্দ্বীদের থেকে বিক্রি ও মুনাফা বৃদ্ধি, ঋণের হার নিয়ন্ত্রণ এবং বলিষ্ঠ পরিচালনায় বেশি স্কোর করেছে।
বাংলাদেশের যে তিনটি কোম্পানি এ তালিকায় যুক্ত হয়েছে, তার মধ্যে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ফোর্বসের তালিকায় বলা হয়েছে, স্কয়ারের বর্তমান বাজারমূল্য ১ হাজার ৭১৬ মিলিয়ন ডলার। এটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৫৮ সালে। কোম্পানিটির বিক্রি দেখানো হয়েছে ৫১২ মিলিয়ন ডলার এবং নিট আয় দেখানো হয়েছে ১৫০ মিলিয়ন ডলার।
ফোর্বস জানিয়েছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অধীনে বর্তমানে কাজ করছেন ৯ হাজার ২৩৪ কর্মী। তালিকায় যুক্ত হয়েছে আরেক বাংলাদেশি কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস, যার বাজারমূল্য বলা হয়েছে ১ হাজার ৭১ মিলিয়ন ডলার। কোম্পানিটির বিক্রি ও আয় দেখানো হয়েছে যথাক্রমে ২৭১ মিলিয়ন ও ৪৫ মিলিয়ন ডলার। রেনেটা প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। বর্তমানে এতে ৭ হাজার ৩২৪ জন কর্মী কাজ করছেন।
তালিকায় সর্বশেষ বাংলাদেশি কোম্পানি হিসেবে জায়গা পেয়েছে পাদুকা কোম্পানি ফরচুন সুজ। কোম্পানিটি তুলনামূলকভাবে নতুন হলেও এটি ভালো ব্যবসা করছে বলে জানিয়েছে ফোর্বস। ২০১০ সালে এর যাত্রা শুরু হয়। এরই মধ্যে এর বাজারমূল্য দাঁড়িয়েছে ২৮ মিলিয়ন মার্কিন ডলারে। এর বিক্রি ও আয় দেখানো হয়েছে যথাক্রমে ১৮ মিলিয়ন ও ৩ মিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটিতে কাজ করছেন ১ হাজার ৭২৩ জন।