শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

দায়িত্ব নিয়েই ১০০ দিন জনগণকে মাস্ক পরাবেন বাইডেন

দায়িত্ব নিয়েই ১০০ দিন জনগণকে মাস্ক পরাবেন বাইডেন

স্বদেশ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্ব গ্রহণের প্রথম একশ’ দিন মাস্ক পরতে সেদেশের জনগণের প্রতি আহ্বান জানাবেন। করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে তিনি এ আহ্বান জানাবেন।

মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে তিনি একথা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। গতকাল সেখানে ২৪ ঘণ্টায় প্রায় তিন হাজার করোনা রোগী মারা গেছেন।

বাইডেন বলেছেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আমি সবাইকে বলবো, আপনারা ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র ১০০ দিনের জন্য।

বাইডেন বলেছেন, তিনি মনে করেন প্রত্যেক আমেরিকান যদি মুখ ঢেকে রাখে তাহলে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় কমে আসবে।

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জানান, তার প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর তিনি প্রতিটি ফেডারেল সরকারি দফতরে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন। বাস, বিমান ও সব পরিবহনে মাস্ক পরতে হবে।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

তিনি আশা প্রকাশ করেন, ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে এবং সবাই মাস্ক পরলে খুব সহজেই এ মহামারি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে।

মার্কিন ওষুধ প্রশাসন টিকা অনুমোদন করলেই দ্রুত তা মানুষকে সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877