স্বদেশ ডেস্ক:
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা হয়ে দিল্লি যাওয়ার চেষ্টাকালে ১৪ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় পুলিশ। ত্রিপুরার সবচেয়ে বড় শহর আগরতলা থেকে বিশেষ ট্রেনে করে এ রোহিঙ্গারা দিল্লি যাওয়ার চেষ্টা করেছিল। ভারতীয় রেল কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, ভুয়া নাম-পরিচয়ে এ রোহিঙ্গারা টিকিট কেটেছিল এবং তাদের কারও কাছেই বৈধ পরিচয়পত্র ছিল না।
জানা গেছে, ১৪ জনের দলে দশজনই ছিলেন নারী, একটি শিশু আর বাকি তিনজন পুরুষ। ট্রেনটি যখন ত্রিপুরা ও আসাম ছাড়িয়ে পশ্চিমবঙ্গে ঢোকে, তখন কামরার অন্য যাত্রীদের সঙ্গে এ রোহিঙ্গারা বচসায় জড়িয়ে পড়ে। পরে তাদের বিরুদ্ধে অন্য যাত্রীরা রেল পুলিশের কাছে অভিযোগ করলে গত সোমবার রাতে শিলিগুড়ি শহরের কাছে নিউ জলপাইগুড়ি স্টেশনে তাদের আটক করা হয়।
ভারতের পূর্বোত্তর সীমান্ত রেলের প্রধান মুখপাত্র শুভানন চন্দা জানান, এই রোহিঙ্গারা অন্য নামে টিকিট কেটেছিলেন এবং তাদের কারও কাছেই আইডি ছিল না। টিকিট পরীক্ষক যখন চেকিং করছিলেন তারা কেউই আইডি দেখাতে পারেননি এবং তাকে কেন্দ্র করে বাগবিত-া শুরু হয়। এ সময় অন্য যাত্রীরা আলিপুরদুয়ারে রেলের হেল্পলাইনে ফোন করলে, রেল পুলিশ পরের স্টেশনেই গিয়ে তাদের আটক করে। রোহিঙ্গা দলটিকে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ বা জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে।