শনিবার, ২৭ Jul ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে সৃজনশীল কর্মের ব্রত নিয়ে ‘কণ্ঠচিত্রের` যাত্রা শুরু

নিউইয়র্কে সৃজনশীল কর্মের ব্রত নিয়ে ‘কণ্ঠচিত্রের` যাত্রা শুরু

হাকিকুল   ইসলাম খোকন : আবৃত্তিপ্রেমী কিছু মানুষের সাহস ও অনুপ্রেরণায় কণ্ঠ ভিত্তিক সৃজনশীল কর্মের ব্রত নিয়ে ‘কণ্ঠচিত্র’-এর পথচলার শুরু। কঠিন বাস্তবতার মধ্যেও সময়কে সঙ্গি করেই চলতে হয়, চলতে চাই।  “আরো কত শব্দহীন হাঁটবে তুমি”- গত ৩০ জুন ২০১৯, সন্ধ্যা ৮টায় নিঊইয়কের জুইশ সেন্টার মিলনায়তনে ‘কন্ঠচিত্র’-এর প্রথম আবৃত্তি প্রযোজনায় বক্তা ছিলেন যথাক্রমে: মিথুন আহমেদ, নিনি ওয়াহেদ ও মুত্তালিব বিশ্বাস:  উপস্থিতি ও শুভাশীষ ‘কন্ঠচিত্র ‘-এর শক্তি, আন্তরিক শ্রদ্ধা জানানো হয় । এতে শিল্পী ও কুশাকুশলী ছিলেন আনোয়ারুল হক লাভলু, হীরা চৌধুরী, শান্তা শ্রাবণী।( বাপ্স নিউজ)।

সুধীদের  সময় ও সহযোগিতার জন্যই ‘কণ্ঠচিত্র’ -এর যাত্রা সুন্দরভাবে শুরু হয়েছে। ‘কণ্ঠচিত্র’-এর পক্ষ থেকে যাদের প্রতি  ধন্যবাদ জানানো হয়, তারা হলেন যথাক্রমে: পার্থ সাহা, ইফতেখার আরিফ, মাহাতাব সোহেল, জয়ন্ত নাগ, পারভীন সুলতানা, রহিমা সুলতানা মুন্না, লুশি হাসান, জান্নাত আরা, এরফানুল হক বাবু , নাসিম বানু চাপা, শাহনেওয়াজ পিয়াস প্রমুখ এবং যাদের প্রতি  কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়, তারা হলেন: হাসান ফেরদৌস, আহমাদ মাযহার, প্রদীপ সাহা, মিনহাজ আহমেদ, তানভীর রাব্বানী, কৌশিক আহমেদ (সাপ্তাহিক বাঙালী), আবু তাহের (টাইম টেলিভিশন), কেন কাদের (সনম টিভি), হাকিকুল ইসলাম খোকন (বাপস নিউজ)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877