স্বদেশ ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার হায়দরাবাদ শহরের নাম বদলের কথা বলছেন। এর আগে তিনি নিজের রাজ্যের এলাহাবাদের নাম বদলে ফৈজাবাদ করে দিয়েছেন। গত শনিবার হায়দারাবাদ নির্বাচনী প্রচারে গিয়ে তিনি নাম পরিবর্তনের প্রসঙ্গ তোলেন। খবর এনডিটিভি।
খবরে বলা হয়েছে, ১ ডিসেম্বর গ্রেটার হায়দরাবাদের পৌরসভার ১৫০টি আসনে নির্বাচন হবে। ওই নির্বাচনী প্রচারে যান যোগী। যোগী বলেন, এলাহাবাদ যদি ফৈজাবাদ হতে পারে, তা হলে হায়দরাবাদের নাম পরিবর্তন করা হবে না কেন। তিনি হায়দরাবাদের নাম পরিবর্তন করে ‘ভাগ্যনগর’ করতে চান।
উল্লেখ্য, এসব নাম পরিবর্তনের পেছনে রয়েছে রাজনীতির কূটচাল। ঐতিহাসিক বিভিন্ন নাম তিনি নিজের মতো করতে চাচ্ছেন।