স্বদেশ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৫৮০ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৯০৮জন। মোট শনাক্ত ৪ লাখ
৬০ হাজার ৬১৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ২০৯ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১১৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১৮টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৭লাখ ৪৩হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ টিদশমিক ৬২শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।।