স্বদেশ ডেস্ক:
মার্কিন নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাওয়া ডেমোক্র্যাট নেতা জো বাইডেনকে অবশেষে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া গতকাল বুধবার এ খবর প্রকাশ করে। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে দুই দেশের মধ্যে শক্ত ও মজবুত সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেছেন চিনপিং।
৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনামলে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ বৈকি ভালো করেনি যুক্তরাষ্ট্র। চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চীনকে দায়ী করা থেকে শুরু করে বাণিজ্য ও প্রযুক্তিগত বিরোধ চলছে দুদেশের মধ্যে। নির্বাচনের পর নতুন প্রেসিডেন্টের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে বলে মনে করেন চীনের প্রেসিডেন্ট।
সিনহুয়া জানিয়েছে, জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে তার দেওয়া বার্তায় চিনপিং বলেছেন, ‘আমাদের দুই দেশের জনগণই শুধু আমাদের স্থিতিশীল সম্পর্কের ব্যাপারে আগ্রহী নয়; আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের শক্ত ও মজবুত সম্পর্ক প্রত্যাশা করে।’
এর আগে গত ১৩ নভেম্বর চীনের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিনন্দন জানায় চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন অভিনন্দন বার্তায় বলেন, ‘আমরা আমেরিকার জনগণের পছন্দের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাই।’
উল্লেখ্য, ২০১৬ সালে নির্বাচনের ছয় দিনের মাথায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।