স্বদেশ ডেস্ক:
করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে।
ওয়াল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, সোমবার দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি দুই লাখ ৮৮ হাজার ৪৮০ জনে।
করোনা মহারারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন দুই লাখ ৪৩ হাজার ৭৬৮ জন। আর সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৮৩ হাজার ৪২০ জন।
শনিবার একদিনেই দেশটিতে এক লাখ ২৬ হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে।
রোববার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যেই দেশটিতে দৈনিক কোভিড-১৯ সংক্রমণের হার নতুন মাত্রা পেয়েছে।
সিডিসির মতে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে এক লাখ ৩২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, যা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত বিশ্বের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।