শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

স্বদেশ ডেস্ক:

ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ শনিবার রাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমন খবর প্রকাশ করেছে।

সিএনএন জানায়, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে জো বাইডেন ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি ভোট পেতে হয়। জো বাইডেন ইতিমধ্যে ২৭৩টি ভোট পেয়ে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সীমা ছুঁয়ে ফেলেছেন।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন জো বাইডেন। আজ রাতে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ রাখবেন বলে একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন।

ডেমোক্রেট দলের রাজনীতিবিদ জো বাইডেন এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877