শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ফেরার অনুমতি পাচ্ছেন না ছুটিতে থাকা প্রবাসীরা

মালয়েশিয়ায় ফেরার অনুমতি পাচ্ছেন না ছুটিতে থাকা প্রবাসীরা

স্বদেশ ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ছুটিতে থাকা বাংলাদেশসহ ২৩টি দেশের শ্রমিকদের এখনই মালয়েশিয়ায় ফেরার সুযোগ নেই বলে জানিয়েছেন দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমান্ত বন্ধ থাকায় এখন মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের প্রবেশের অনুমতি নেই এবং সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেনি।

ইমিগ্রেশনের অনুমোদন ছাড়া কোনো অভিবাসী শ্রমিক প্রবেশ করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের হাইকমিশন কথা বলতে চাইলে স্বাগত জানানো হবে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ইসমাইল সাবরি। তিনি বলেন, অভিবাসন বিভাগ থেকে অনুমিত না মিললে কেউই মালয়েশিয়ায় ফিরতে পারবেন না।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে শুরু থেকেই কঠোর অবস্থানে মালয়েশিয়া। দীর্ঘ এ সময় জুড়ে সীমান্তেও কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটি। শুরু থেকে অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতীয় ঢেউ এসে আক্রান্ত সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

বিভিন্ন দেশের অধিবাসীরা ছুটিতে গিয়ে আটকে পড়েছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশি রয়েছে। দফায় দফায় লকডাউন বৃদ্ধি করার ফলে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এসব বাংলাদেশি প্রবাসীরা। সম্প্রতি মালয়েশিয়ায় ফেরার জন্য ঢাকায় বিক্ষোভ করেছে প্রবাসীরা।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়ার একদিন পর এই ঘোষণা দেন দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি। যার ফলে আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল প্রবাসীদের মালয়েশিয়ায় ফেরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877