স্বদেশ ডেস্ক:
ফ্লোরিড ও টেক্সাসে জয় তুলে নিয়ে অভূতপূর্ব বিজয়ের ঘোষণা দিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত ২১৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন তিনি। স্থানীয় সময় বুধবার রাত ২টা ৩০ মিনিটে হোয়াইট হাউসে এ ঘোষণা দেন ট্রাম্প।
এ সময় পরিবার ও লাখ লাখ সমর্থককে ধন্যবাদ জানান তিনি। নির্বাচনের এ সময় তার পক্ষে থাকার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন। ট্রাম্প বলেন, ‘আমরা জয় পেতে যাচ্ছি। আমরা একটি বড় উদযাপনের জন্য তৈরি হচ্ছি।’
ফ্লোরিডার জয়ের ব্যাপারে ট্রাম্প বলেন, ‘আমরা শুধু এখানে জয় পাইনি। বিশাল জয় অর্জন করেছি।’
ট্রাম্পের এ ভাষণের আগে পেনসিলভানিয়া রাজ্যে জয়ের আশাবাদ ব্যক্ত করেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে এ রাজ্যের জয় পাবেন বলে আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প।
এখনো লাখ লাখ বৈধ ব্যালট গোনা বাকি আছে উল্লেখ করে হোয়াইট হাউসে দেওয়া ভাষণে কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘এটা আমাদের দেশের জন্য বিব্রতকর বিষয়।’
নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাবো। এখন আমরা সব ভোট গণনা কার্যক্রম বন্ধ চাই। এটা খুবই দুঃখজনক একটি মুহূর্ত।’
পেনসিলভানিয়া বাদে আরও চারটি রাজ্যে জয়ের উপর নির্ধারণ হবে প্রেসিডেন্ট পদের জয়। বিজয় সুনিশ্চিত করতে মিড ওয়েস্ট, আইওয়া, উইসকনসিন জয় করতে হবে ট্রাম্প বা বাইডেনকে। এখন পর্যন্ত নিউ হ্যাম্পশায়ার, ম্যাচাটুসেটস জয় করেছেন বাইডেন। ইন্ডিয়ানা, আরকানসাসে তাকে পেছনে ফেলে এগিয়ে আছেন ট্রাম্প।
ট্রাম্প জয়ের দাবি করলেও মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, তিনি বিজয়ের যে দাবি করেছেন; তার কোনো বিশ্বাসযোগ্যতা এখন পর্যন্ত নেই।