স্বদেশ ডেস্ক:
ক্লোজআপ তারকা সাজিয়া সুলতানা পুতুল। করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী ছিলেন। তবে এই সময়ের মধ্যেই তিনি শুরু করেছেন তার নতুন অ্যালবাম ও বই লেখার কাজ। শুধু তাই নয়, নিজের উপস্থাপনায় চালু করেছেন একটি অনুষ্ঠানও।
পুতুলের ভাষ্য, করোনার কারণে গোটা পৃথিবী থমকে গেছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। আমাদের সকল অনুষ্ঠান (কনসার্ট) তো বন্ধ হয়ে গেছে। শিল্পীরা একপ্রকার বেকার হয়ে গেছে। আমি চেষ্টা করেছি, এই সময়টা কাজে লাগাতে। তাই নিজের নতুন একক অ্যালবামের কাজটি শুরু করেছি। এবারের অ্যালবামের নাম রেখেছি ‘পুতুলগান পুনরুত্থান’। সবগুলো গানের কথা, সুর-সংগীত আমরা। কয়েকটি গান দিয়ে অ্যালবামটি সাজানো হবে। আর এটি প্রকাশ করব অডিও আকারে।’
বই লেখার কাজ কতদূর? জানতে চাইলে তিনি বলেন, ‘এর কাজও শুরু করেছি অনেক দিন আগে, লেখার কাজ চলছে। এবার আত্নজীবনিমূলক একটি উপন্যাস লিখছি। একজন শিল্পীর জীবনী উঠে আসবে এতে। আর এটি খণ্ড আকারে প্রকাশ হবে বইমেলায়।’
শুনলাম, নিজ ফেসবুক থেকে ‘পুতুল কথন’ শিরোনামে একটি অনুষ্ঠানের উপস্থাপনায় করছেন? উত্তরে পুতুল বলেন, ‘হ্যাঁ। এটি একটি ভিন্নধর্মী অনুষ্ঠান। মূলত এটি নারী কেন্দ্রীক অনুষ্ঠান। তাদের জীবনের হোঁচট কিংবা প্রবঞ্চনার গল্পগুলো এখানে বলার সুযোগ থাকে। এখানে যারা আসেন সবাই তারকা। এটি নিয়মিত করছি। অনুষ্ঠানটি নিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি।’
এদিকে, পুতুল বর্তমানে অবস্থানে করছেন ব্রাহ্মণবাড়িয়ায় বোনের বাসায়। তিনি জানান, ঘরবন্দী থাকার পর ক’দিন হলো বোনের বাসায় বেড়াতে গিয়েছেন তিনি। ফিরবেন শিগগিরই। এসেই আবারও ব্যস্ত হয়ে উঠবেন গান ও বই লেখার কাজ নিয়ে।