শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন : রিজভী মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক

শীতে কাঁপছে দিল্লি

স্বদেশ ডেস্ক:

আসন্ন মৌসুমের শুরুতেই ভারতের রাজধানী দিল্লিতে হাড়-কাঁপানোর বার্তা দিচ্ছে শীত। হঠাৎ করেই আজ মঙ্গলবার তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে এরকম তাপমাত্রা আর একদিন থাকলেই একটি শৈত্য প্রবাহ ঘোষণা করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরে মাসের সর্বনিম্ম তাপমাত্রা গত ৪-৫ বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক প্রধান কুলোদিপ শ্রীভাস্তভা বলেন, ‘আগামী ৪-৫ দিন তাপমাত্রা ক্রমশ কমতে পারে। ১০ ডিগ্রি থেকে তাপমাত্রা ‘সিঙ্গেল ডিজিট’ বা ১০ এর নিচেও চলে আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল বুধবার পর্যন্ত এ অবস্থা থাকলে দিল্লিতে একটি শৈত্যপ্রবাহের ঘোষণা দেওয়া হবে।’ দিল্লির ‘সাফদারজং অবজারভেটরি’ নভেম্বরের প্রথম সপ্তাহে সর্বনিম্ন ১৪ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রার কথা জানায়। কিন্তু আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত সপ্তাহেই মিটারে পারদ ১১ থেকে ১২ ডিগ্রিতে নেমে আসে।

আবহাওয়া অধিদপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তা কুলোদিপ শ্রীভাস্তভা বলেন, ‘আকাশে মেঘের অনুপস্থিতির কারণে দিল্লিতে সর্বনিম্ম তাপমাত্রা নেমে আসতে পারে। গত তিন চার দিন হিমাচলের উঁচু স্থানগুলোতে তুষারপাত হয়েছে। এর প্রভাবে প্রচণ্ড ঠান্ডা বাতাস দিল্লির দিকে ধেয়ে আসছে।’

এর আগে গতকাল সোমবার রাজধানীতে তাপমাত্রা ছিলো ১০ দশমিক ৮ ডিগ্রি। আর ৫৮ বছরের মধ্যে সর্বনিম্ম তাপমাত্রার মাস হিসেবে রেকর্ড কর হয় অক্টোবর মাসকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877