স্বদেশ ডেস্ক:
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সর্বশেষ দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৮ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৮২ লাখ ৬৭ হাজার ৬২৩ জনে।
পাশাপাশি নতুন ৪৯০ জনের মৃত্যুর মধ্যদিয়ে এ সংখ্যা গিয়ে পৌঁছেছে এক লাখ ২৩ হাজার ৯৭ জনে। খবর সিনহুয়ার।
এখনো দেশটিতে পাঁচ লাখ ৪১ হাজার ৪০৫ জন সক্রিয় রোগী রয়েছে। ইতোমধ্যেই ৭৬ লাখ তিন হাজার ১২১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ভারত সরকার দেশটিতে করোনা পরীক্ষার ওপর জোর দিয়েছে। সোমবার পর্যন্ত দেশটিতে মোট ১১ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ৩৫০ জনের কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন হয়েছে।