স্বদেশ ডেস্ক:
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সোমবার দুপুরে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম। এই লক্ষ্যে বেলা ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে বিক্ষোভ সমাবেশ করে দূতাবাস অভিমুখে পা বাড়ায় হেফাজতের নেতা-কর্মীরা। কিন্তু শান্তিনগরে পুলিশের বাধার মুখে পড়ে তারা।
এ সময় হেফাজতের মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ফ্রান্স দূতাবাস বন্ধ করতে হবে। না হলে আন্দোলন চলবে।