স্বদেশ ডেস্ক:
কুষ্টিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
রোববার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জুয়েল (৩২) কুমারখালী উপজেলার বিল্লাল হোসেনের ছেলে।
মামলার বিবরণ অনুসারে, গত বছরের ৩ সেপ্টেম্বর রাতে প্রতিবেশী এক গৃহবধূ স্বামীর অনুপস্থিতিতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হয়। এসময় গলায় ছুরি ধরে ঘরে নিয়ে ধর্ষণ করে জুয়েল। এক পর্যায়ে গৃহবধূর গোঙানির শব্দ শুনে অন্যরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।
এ ঘটনায় গৃহবধূর স্বামী নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। কুমারখালী থানা পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৮ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
স্বাক্ষী প্রমাণ শেষে আজ সকালে আসামি জুয়েলের উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন।
সূত্র : ইউএনবি