স্বদেশ ডেস্ক:
কানাডার কুইবেক প্রদেশে এক ব্যক্তির ছুরি হামলায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে ওই হামলা চালানো হয়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তি বেশ কয়েকজনের ওপর হামলা চালান। তিনি ‘মধ্যযুগীয় পোশাক’ পরিহিত ছিলেন। পুরোনো কুইবেকের পার্লামেন্ট হিলের কাছে ওই হামলা চালানো হয়।
ওই ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতেই সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে। তবে হামলাকারী নিশ্চিত হওয়া পর্যন্ত রাতে কাউকে বাইরে বের হতে নিষেধ করেছে পুলিশ।