স্পোর্টস ডেস্ক:
খেলার মাঠে নানা শিরোপা, নানা পুরস্কার জয় করেছেন পর্তুগীজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল ও জুভেন্টাসের এ তারকা এবার জয় করলেন প্রাণঘাতী করোনাভাইরাসকে। বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোনালদোর করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রোনালদোর বর্তমান ক্লাব ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর করোনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ১৯ দিন পর তিনি সেরে উঠেছেন। তাকে আর আইসোলেশনে কাটাতে হবে না।’
সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদো গত ১৩ অক্টোবর করোনা পরীক্ষায় পজিটিভ হন। ৩৫ বছর বয়সী রোনালদো পর্তুগালের হয়ে একটি এবং জুভেন্টাসের হয়ে চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি। এর একটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে, অর্থাৎ তিনি লিওনেল মেসির মুখোমুখি হতে পারেননি করোনা বাধায়। সেই ম্যাচটিতে হেরেছে জুভেন্টাস। তবে দ্বিতীয় লেগের আগে সুখবর পেল দলটি। নতুন করে কোনো অঘটন না ঘটলে আগামী ৯ ডিসেম্বর বার্সা-জুভেন্টাসের ফিরতি লেগে দেখা যাবে রোনালদো-মেসি শো।