অ্যালার্জি বা অ্যালার্জিক কনজাটিভাইটিসের কারণে চোখে চুলকানি (Itchiness of eye) হয়ে থাকে। এ সমস্যা শিশু বা বয়স্ক উভয়ের মধ্যেই দেখা যায়। বারবার চোখ চুলকানোর ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় বা চোখের পাতা ফুলে যায়।
কারণ : বিভিন্ন কারণে এ লক্ষণ দেখা দেয়। যেমন- অ্যালার্জিজনিত কনজাংটিভাইটিস, অ্যালার্জি, অ্যানাল ফিশার, ছানি, ক্যালাজিয়ন, কনজাংটিভাইটিস, কর্নিয়া ইনফেকশন, যক্ষ্মা, মাইয়োপিয়া বা ক্ষীণদৃষ্টি, আবহাওয়া পরিবর্তনজনিত অ্যালার্জি, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, রিউম্যাটিক ফিভারবা বাতজ্বর, ফাইমোসিস, প্রেসবায়োপিয়া, টেরিজিয়াম, পালমোনারি ফাইব্রোসিস, অ্যামব্লায়োপিয়া, ক্রনিক গ্লুকোমা, রেটিনাল ডিটাচমেন্ট, রেটিনোপ্যাথি ডিউ টু হাই ব্লাড প্রেসার, ব্যাকটেরিয়াজনিত কনজাংটিভাইটিস, ভাইরাসজনিত কনজাঙ্কটিভাইটিস, কোরিওরেটিনাইটিস, কর্নিয়াল অ্যাব্রেশন, হাইপারোপিয়া, অ্যাক্ট্রোপিয়ন, ইরিডোসাইক্লাইটিস, অ্যান্ডোফথ্যালমাইটিস, চোখে বাহ্যিক বস্তু, ম্যাকিউলার ডিজেনারেশন, অ্যাকিউট গ্লুকোমা, সোগ্রেন সিন্ড্রোম, অ্যাসটিগম্যাটিজম, অ্যালার্জি টু অ্যানিমেলস, ড্রাই আই অব আননোন কজ ইত্যাদি।
ঝুঁকিপূর্ণ বিষয় : বিভিন্ন অ্যালার্জি, যেমন- সিজনাল অ্যালার্জি বা হে ফিভার, ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন, শুষ্ক চোখ, নির্দিষ্ট রাসায়নিক উপাদান, যেমন- সুইমিংপুলের ক্লোরিন, মেকআপ ও সিগারেটের ধোঁয়ার কারণে চোখ চুলকানোর আশঙ্কা বেড়ে যায়।