বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নাজমুল না মাহমুদউল্লাহ?

নাজমুল না মাহমুদউল্লাহ?

স্পোর্টস ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী আজ রবিবার দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিসিবি প্রেসিডেন্টস কাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ ছাড়া দেখা যাবে বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে। মাহমুদউল্লাহ একাদশ নাকি নাজমুল একাদশ- কার হাতে উঠবে টুর্নামেন্টের শিরোপা? সেটি মাঠের লড়াই শেষেই জানা যাবে।

ফাইনাল ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশের খেলোয়াড়রা। ফাইনাল ম্যাচ সামনে রেখে মাহমুদউল্লাহ একাদশের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, তারা ভাগ্যক্রমে টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। তিনি বলেন, ‘ভাগ্যক্রমে আমরা ফাইনাল খেলছি। তো একদিক থেকে ভালো লাগছে; কারণ অনেক দিন পর আমরা একটা টুর্নামেন্ট খেলছি। যেহেতু কোভিডের সময় ক্রিকেটও বন্ধ ছিল এবং বিসিবির উদ্যোগে আমরা সবাই ভালো একটা টুর্নামেন্ট খেলছি এবং সেটির ফাইনাল খেলতে পারছি। সো সেদিক থেকে আমরা সবাই মুখিয়ে আছি ভালো ফাইনাল যেন খেলতে পারি।’

বিসিবি প্রেসিডেন্টস কাপ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হলেও খেলোয়াড়দের প্রস্তুতি ভালো ছিল বলে জানান মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমার মনে হয় প্রতিটি খেলোয়াড়ই খুব সিরিয়াসলি আমরা খেলেছি এবং খুব কম্পিটিটিভনেস নিয়েই আমরা খেলেছি। সবার ভেতরেই ওই প্রতিযোগিতাটা ছিল যেন, আমরা একজন আরেকজনের চেয়ে ভালো পারফরম করতে পারি। অ্যাজ এ টিম আমরা ভালো পারফরম করতে পারি। সেদিক থেকে আমি বলব- এ টুর্নামেন্টটা আমাদের সব প্লেয়ারের জন্যই খুব ভালো একটা প্রস্তুতি ছিল।’ বায়ো-বাবলের মধ্যে আছেন ক্রিকেটাররা। এটি নতুন অভিজ্ঞতা বলে জানান মাহমুদউল্লাহ। টুর্নামেন্টে হৃদয়, আফিফ ভালো করেছে। তাদের প্রশংসাও করেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

অন্যদিকে ফাইনালে ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তিনি জানিয়েছেন, ফাইনালে ভালো কিছু করে দেখাবেন তারা। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে উঠেছে নাজমুল একাদশ। প্রাথমিক পর্বে চার ম্যাচ খেলে তিনটিতে জিতেছে তারা। তাদের অর্জন সর্বোচ্চ ৬ পয়েন্ট। টুর্নামেন্টে প্রাথমিক পর্বে তিন দল অংশ নেয়। প্রাথমিক পর্ব থেকে বাদ পড়েছে তামিম একাদশ। চার ম্যাচে দুটিতে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ একাদশ। তাদের অর্জন ৪ পয়েন্ট। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া তামিম একাদশ চার ম্যাচ খেলে জিতেছে একটিতে। তাদের অর্জন ২ পয়েন্ট।

বিসিবি প্রেসিডেন্টস কাপে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন মুশফিকুর রহিম। চার ম্যাচে তার সংগ্রহ ২০৭ রান। এর মধ্যে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটির ইনিংস রয়েছে। এ ছাড়া আফিফ ১৫৭, ইরফান ১৩৯, মাহমুদউল্লাহ ১৩৯, নুরুল হাসান ১০৮ রান সংগ্রহ করেছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন। চার ম্যাচ খেলে সর্বোচ্চ ১২ উইকেট শিকার করেন তিনি। রুবেল ১০, মোস্তাফিজ ৮ এবং আল-আমিন, তাসকিন ও এবাদত ৭টি করে উইকেট শিকার করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877