রবিবার, ১৯ মে ২০২৪, ০১:১৭ অপরাহ্ন

দৌলতখানে ২ মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

দৌলতখানে ২ মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

স্বদেশ ডেস্ক:

ভোলার দৌলতখানে আসন্ন পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই প্রার্থীর ২০ জন সমর্থক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতখান মধ্যবাজারে বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদার ও আওয়ামী লীগ মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুর কর্মী-সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দৌলতখানে আসন্ন পৌর নির্বাচন ঘিরে মেয়র প্রার্থী হামিদুর রহমান টিপুর সমর্থকরা দৌলতখান বাজারে মিছিল বের করে। এ সময় বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদাররের সমর্থকরাও  বাজারে মিছিল বের করে। পরে দু’পক্ষের মিছিল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পৌঁছলে উভয় পক্ষ মুখোমুখি হয়।

একপর্যায়ে মিছিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ করে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে দৌলতখান বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। আহতদের মধ্যে কেউ কেউ দৌলতখান হাসপাতাল থেকে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অনেকে স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানায় সূত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে টহলে আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877