সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

টিকটকে নবজাতককে নিয়ে ‘উদ্দাম’ নাচ নার্সদের (ভিডিও)

টিকটকে নবজাতককে নিয়ে ‘উদ্দাম’ নাচ নার্সদের (ভিডিও)

স্বদেশ ডেক্স: সারা বিশ্বে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিয়ে মানুষের ক্ষোভেরও শেষ নেই। অনেকে একে ‘সর্বনাশা’ বলে আখ্যা দিয়েছেন। কেউ আবার বলেছেন, এর ফলে বিকৃত হচ্ছে মানুষের মেধা, ধ্বংস হচ্ছে নিজস্ব সংস্কৃতি। সম্প্রতি চিকিৎসাধীন নবজাতককে নিয়ে টিকটকে ভিডিও বানিয়ে নজীর করলেন একদল নার্স।

বিচিত্র এই ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার মালকানগিরি জেলা সদর হাসপাতালে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মালকানগিরিতে নবজাতক মৃত্যুর হার যথেষ্ট বেশি। সেই দিকে লক্ষ্য রেখেই জেলা সদর হাসপাতালে গড়ে তোলা হয় সদ্যোজাতদের জন্য বিশেষ ইমার্জেন্সি ইউনিট। সেই ইউনিটেই টিকটক ভিডিও করতেন অভিযুক্ত নার্সরা।

ঘটনার দিন সদ্যোজাতকে কোলে নিয়ে ডিউটি চলাকালীনই ফোনে সবাই মিলে মেতে ওঠেন টিকটকে। বলিউডের গানে উদ্দাম নাচেন তারা। কখনও জনপ্রিয় ডায়ালগে লিপ দেন। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিওতে টনক নড়ে কর্তৃপক্ষের।

নার্সদের ওই ভিডিও গিয়ে পৌঁছায় জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা অজিতকুমার মোহান্তির কাছে। এরপরই কর্তব্যে গাফিলতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে টিকটক করা নার্সদের শো-কজ করেন তিনি। তীব্র নিন্দা করে তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপনকুমার নিন্দা জানিয়ে বলেন, ঘটনার তদন্ত করা হবে। অভিযুক্ত নার্সদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

যদিও নিজেদের হয়ে সাফাই গেয়েছেন অভিযুক্ত নার্সরা। কাজ শেষে পোশাক বদলের ঘরে ভিডিও করতেন বলে দাবি অভিযুক্ত এক নার্সের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877