স্বদেশ ডেস্ক: ‘বিশ্বের শ্রেষ্ঠ’ বিমানবন্দরে আরো দীর্ঘস্থায়ী সঙ্কটের হুঁশিয়ারি দেয়া হয়েছে। সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দরকে নিয়মিতভাবে ভোটে বিশ্বের শ্রেষ্ঠ বিমানবন্দরের খেতাব দেয়া হয়েছে। সেখানে আরো ভয়াবহ সময় সামনে অপেক্ষা করছে বলে সতর্ক করা হয়েছে। কারণ, করোনার প্রভাব প্রশমিত হওয়ার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। এই বিমানবন্দরকে এশিয়ায় ট্রানজিটের প্রাণকেন্দ্র হিসেবে দেখা হয়। এখান দিয়ে ৬ কোটি থেকে ৭ কোটি যাত্রী আসা যাওয়া করেন। কিন্তু ইতিহাসে এ যাবতকালের মধ্যে ফ্লাইট সংখ্যা সেখানে সর্বনি¤œ স্তরে নামিয়ে আনা হয়েছে। ফলে দুটি টার্মিনালের কর্মকান্ড স্থগিত করা হয়েছে।