স্বদেশ ডেস্ক:
হঠাৎ করে করোনাভাইরাসের ভ্যাকসিনের ঘোষণা দিয়ে পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছিল রাশিয়া। সমালোচনাও হয়েছিল বিস্তর, কিন্তু তাতে কর্ণপাত করেনি দেশটি। অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এবং মানবদেহে নিরাপদ হওয়ায় স্পুটনিক-৫ এর প্রথম ব্যাচ সাধারণ মানুষের জন্য বাজারে এলো।
রাশিয়ার গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, ভ্যাকসিনটি টি-কোষও সক্রিয় করে রোগ প্রতিরোধ তৈরি করছে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্টও ভালো। এই পর্যায়ে বহু মানুষের শরীরে ভ্যাকসিনটি দিয়ে দেখা গেছে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোয়ালিটি টেস্টে পাস করার পরে মেডিকেল ডিভাইস রেগুলেটরের অনুমতিও মিলেছে। তাই টিকার প্রথম ইউনিট বাজারে আনা হয়েছে।
এদিকে রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সার্জি সোবায়ানিন আশা করছেন, আগামী কয়েক মাসের মধ্যে শহরটির সকল বাসিন্দা ভ্যাকসিনের আওতায় আসবে।