শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘হাইশেন’

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘হাইশেন’

স্বদেশ ডেস্ক:

জাপানের দক্ষিণাঞ্চলের দিকে আজ রোববার ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘হাইশেন’। দেশটির আবহাওয়া সংস্থা এ টাইফুনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

জাপানি সংবাদমাধ্যম জাপান টুডের খবরে বলা হয়,দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে-টাইফুন হাইশেন অকিনাওয়া ও কাগোশিমার আমামি-অশিমা দ্বীপের কাছাকাছি রয়েছে। আজ রোববার রাতে বা আগামীকাল সোমবার ভোরে এটি উত্তর-পশ্চিমের কিউশুর মূল দ্বীপের দিকে যাবে।

টাইফুন ‘হাইশেন’ প্রতিঘণ্টায় ১৮২.৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে বলে ওকিনাওয়ার মিনামিডাইতো গ্রামে পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। তারা জানিয়েছে, আগামীকাল সোমবার সকাল ৬টার মধ্যে কিউশুর দক্ষিণাঞ্চলে ৬০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর উত্তর কিউশু, অনামি ও টোকাই মূল ভূ-খণ্ডে ৪০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

টাইফুন ‘হাইশেন’ ২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে, আমামি-অশিমা দ্বীপে প্রতি ঘণ্টায় ১১গ কিলোমিটার বেগে উত্তরে এগোচ্ছে। এটি তার কেন্দ্রে ৯২৫ হেক্টোপ্যাসকেল চাপ তৈরি করছে এবং প্রতি ঘণ্টায় ২৫২ কিলোমিটার বায়ুর গতি তৈরি করছে।

অকিনাওয়া ও কাগোশিমার একজন করে ব্যক্তি এ টাইফুনে আহত হয়েছে বলে জানিয়েছে জাপানের অগ্নি ও দুর্যোগ প্রতিরোধ কর্তৃপক্ষ। ওকিনাওয়া, কাগোশিমা, কুমানোতো ও নাগাশাকির ১ লাখ ৪ হাজার পরিবারের প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877