শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
করোনায় মাগুরা জেলা রেজিস্ট্রারের মৃত্যু

করোনায় মাগুরা জেলা রেজিস্ট্রারের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মাগুরার জেলা রেজিস্ট্রার আবুল বাশার (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রথমে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এবং পরে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন রেজিস্ট্রার আবুল বাশার। এরপর তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

১৯৬১ সালের ১৯ ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন আবুল বাশার। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল বাশারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তার মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক। এ ছাড়াও শোক প্রকাশ করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877