সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

বিশ্বে করোনা আক্রান্ত ২ কোটি ৫৯ লাখের বেশি মানুষ

বিশ্বে করোনা আক্রান্ত ২ কোটি ৫৯ লাখের বেশি মানুষ

স্বদেশ ডেস্ক:

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৫৯ লাখের অধিকে পৌঁছেছে।

জেএইচইউ’র সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৮৮টি দেশে মোট দুই কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৪৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৬১ হাজার ৫১২ জনে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬১ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন এক লাখ ৮৫ হাজার ৭০৪ জন, যা বিশ্বব্যাপী মৃতের এক পঞ্চমাংশেরও বেশি।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৯৭ হাজার ৮৬৫ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৩ হাজার ৭৮০ জনের।

এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৩৭ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৩৩৩ জনের।

অন্যান্য দেশের মধ্যে করোনায় মেক্সিকো, ব্রিটেন, ইতালি এবং ফ্রান্সে ৩০ হাজারের বেশি প্রাণহানি ঘটেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হয় প্রাণঘাতী করোনাভাইরাসের। গত ১১ মার্চ করোনাভাইরাস সঙ্কটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877