মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

করোনায় আজও ৩২ জনের মৃত্যু

করোনায় আজও ৩২ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৫৮ জন এবং সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ৯৬৪ জন।

আজ বৃহস্পতিবার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪২২টি। এ থেকে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৫৮ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন।

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩৮৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877