শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্বের অন্য দেশ ভ্যাকসিন পেলে আমরাও পাব : স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের অন্য দেশ ভ্যাকসিন পেলে আমরাও পাব : স্বাস্থ্যমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

বিশ্বের অন্য দেশ করোনাভাইরাসের ভ্যাকসিন পেলে আমাদের দেশও পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু খাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‘বিশ্বের অন্য দেশ ভ্যাকসিন পেলে আমাদের দেশও সেই প্রথম সারির মধ্যে থাকবে। বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আমরা সেই ভ্যাকসিন পাব।’

এ সময় দুদিন আগে চায়নার ভ্যাকসিনকে পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছেন বলেও জানান জাহিদ মালেক।

এডভান্সমেন্ট অব রুরাল এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার সোসাল সিকিউরিটি এন্ড হেলথ (অরিষ) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অরিষের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান, অরিষের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ মোহাম্মদ ঝিনুক বক্তব্য রাখেন।

জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইরাদ কোরাইশী ইমনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুই শতাধিক পরিবারের মাঝে শিশু খাদ্য হিসেবে আটা, দুধ, সুজি, বিস্কুট, স্যালাইন, চিনি ও খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, কেজি আটা, এক কেজি ডাল বিতরণ করা হয়।

এর আগে ওই এলাকায় শাবানা মালেক মডেল কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877