শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

বগুড়ায় ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার

বগুড়ায় ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার

স্বদেশ ডেস্ক:

বগুড়ার শাজাহানপুর উপজেলার ওমরদীঘি বাজারের একটি গ্যারেজ থেকে ৩০ কেজি ওজনের ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। তবে চালের মালিক ও গ্যারেজের মালিক গ্রেফতার হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জাা গেছে, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ৯৯৯ ফোন করার পর পুলিশ চালগুলো উদ্ধার করে। শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমবার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার খরণা ইউনিয়ন পরিষদে দুস্থদের মাছে ভিজিডির চাল বিতরণ করা হয়। বস্তায় সরকারি লোগোসহ চালগুলো ক্রয় করেন উপজেলার বনভেটি গ্রামের নুর হোসেনের পুত্র আবদুল হান্নান। তিনি ক্রয়কৃত চালগুলো ওমরদীঘি বাজারের একটি গ্যারেজে গোপনে গুদামজাত করেন। বিষয়টি ওই এলাকার জনৈক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানিয়ে দেন।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমবার হোসেন জানান, সংবাদ পেয়ে ওমরদীঘি বাজারে একটি গ্যারেজ থেকে ৩০ কেজি ওজনের ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। তবে এসবের সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি এবং মামলাও হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877