স্বদেশ ডেস্ক:
জাপানের রাজধানী টোকিওর সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকায় বসানো হয়েছে স্বচ্ছ গ্লাসের পাবলিক টয়লেট। নোংরা এবং কখনো কখনো বিপজ্জনক অবস্থা থেকে পাবলিক টয়লেটগুলো রক্ষায় এমন স্বচ্ছ কাঁচের টয়লেট বসছে পুরো জাপানে।
টয়লেটগুলোর দেয়ালগুলো স্বচ্ছ হলেও কেউ ভেতরে প্রবেশ করলে তা স্বয়ংক্রিয়ভাবে অস্পষ্ট ও ঝাপসা হয়ে যায়। সাধারণ জনগণ টয়লেটগুলো বাইরে থেকে দেখতে পারবেন ভেতরে পরিষ্কার নাকি নোংরা হয়ে আছে।
প্রিজকার পুরস্কার পাওয়া স্থাপত্য ও নির্মাণ প্রতিষ্ঠান শিগেরু বান আর্কিটেক্টসের ডিজাইন করা টয়লেট দুটি সুবিয়া শহরের দুটি ব্যস্ততম পার্ক ইয়োইয়োগি ফুকামাচি মিনি পার্ক ও হারু-নো-ওগায়া কমিউনিটি পার্কে স্থাপন করা হয়েছে। এতে পার্কে আগত মানুষের বিশেষ করে নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
টয়লেট দুটির ব্যাপারে নির্মাতা প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, টয়লেটগুলো উজ্জ্বল ও রঙিন আলোয় সজ্জিত। এর ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কেউ আছে কি-না তা আগেই জানা যাবে। আর রাতের বেলায় এর উজ্জ্বল ও রঙিন আলো পুরো পার্কের সৌন্দর্য বাড়িয়ে দেয়।