বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পেলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পেলেন বাইডেন

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় রাতের ভোটে তিনি এ অনুমোদন পেলেন।

ডেমোক্রেট প্রতিনিধিরা এবং ৫০টি অঙ্গরাজ্য ও সাতটি অঞ্চলের সাধারণ মানুষদের অধিকাংশ সমর্থন বাইডেনের পক্ষে গেছে।

মনোনয়ন পাওয়ার পর স্ত্রীর সাথে দাঁড়িয়ে বাইডেন বলেন, ‘এটা প্রমাণ করে বিশ্ব আমার ও আমার পরিবারের দিকে’।

বাইডেনকে সমর্থন দিয়েছেন সাবেক দুজন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জিমি কার্টার। সেই সাথে সমর্থন দিয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব কলিন পাওয়েল, যিনি একজন রিপাবলিকান।

বিল ক্লিনটন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি করেছেন।

সূত্র : আলজাজিরা, বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877