স্বদেশ ডেস্ক;
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কেটে আলাদা করে ফেলেছে প্রতিপক্ষ। আহত নেতার নাম শুভ শীল। তিনি একটি ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় ওহাবিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতের সঙ্গে বিরোধ রয়েছে। শুভ শীল সিফাতের অনুসারী।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, শুভ শীলের ওপর হামলার সঙ্গে পৌর ছাত্রলীগের সহসভাপতি সাদীসহ বেশ কয়েকজন অংশ নেন। হামলাকারীরা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলামের অনুসারী।
এদিকে, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম দাবি করছেন, রাজনৈতিক বিরোধ নয়, বরং স্থানীয় বিরোধের জেরে শুভর ওপর এ হামলা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস দাবি করেন, এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তার বাড়িতে হামলা করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, শুভর ওপর হামলার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।